ইচ্ছা ছিল স্বাধীন হলে পাইবো অধীকার,
পাইনি তাহার লেজ ধরিতে পাইনি সুবিচার ।


শিক্ষার মাঝে ঘুষ এসেছে দুণীনিতিতে দেশ ভেসেছে,
গুম খুন হত্যা হিংসার রাজনীতি চলছেরে ভাই দেশে ।


রাজার ছেলে রাজা হচ্ছে, ঐ শূন্য, নেতার ছেলে নেতা,
যে যার মত নিচ্ছে ঘুষ, হাকিম খোশ, নাই হাকিমের ব্যাথা ।


ছাত্রের হাতে অস্ত্র দিয়ে,ভাঙ্গেছে শিক্ষা,ইসলামিদের জঙ্গি বলে,
আইনের সেবক শুত্রু কেনও, নিচ্ছে সব, দেশের সেবক লুটে ।


স্বাধীনতা অধীকার বিচার বিবেক ধর্ম আজ কোথায় যাচ্ছে চলে,
রক্তের কিনা মাটি, ফুটলো না শহীদের হাসি, নাই মুক্তির কল্ল্যানে ।


ছেলে হারা মা স্বামি হারা বউ যন্ত্রণায় আজও অশ্রু ঝড়ে বুকে,
বাবা হারা ছেলে,ছেলে হারা বাবা কাদ্দে তারা এতিমের সুখে ।


ভয় নাই চল শপত করি অধীকারের লড়াইয়ে আবার নামি,
সততার নিশান বিজয়ের গান এসহ সত্যের কলম হাতে ধরি ।