আব্দুস সালাম মিয়াজী ।


মানুষের কল্লাণে যারা শপত নিয়ে,
ধ্বংসে পথে মিথ্যাকে লালন করে,
অহংকার ফেলে সেবার নাম ধরে..
বিবেক বিত্রুয় পশু ওরা মানব রুপে ।


ভদ্রো মুখোশে মিষ্টি কথায় হাসে,
ঘুষনে আড়ালে তাহা বখশিষ বলে,
বড় কত বুলি ছাড়ে সত্যকে ফেলে..
অন্যের রিণ মাথায় নিয়ে শালারা মরে ।


রাজনীতি পেটনীতি দলনীতি নিয়ে,
সদায় মাটে তারা লুটে সব নিতে...
নেতা বড় হতে গালি নিতে হয় শিখে,
সত্যের কিরন ওরা দিয়েছে সব নিবে ।


উন্নতির নামে দুনীতির পাহাড় গড়ে,
শিক্ষায় ব্যাব্সা জাতী ধ্বংসে পথে..
আইনের সেবক টাকায় হত্যায় নামে
ন্যায় বিচার আজ হারিয়েছে দেশে ।