আব্দুস সালাম মিয়াজী ।


            জ্বলে পুড়ে শেষ দেশ মানুষ মরে,
                    কত মায়ের অশ্রু বুকে ঝড়ে পড়ে,
            স্বামি হারা বউ কাদ্দে জীবন বিনাস,
                  ছেলে মেয়েরা কান্দে বাবা যদি ফিরে আসে ।


            বাংলার অধিকার ন্যায় পেতে হল কত বলিদান,
                ভাষায় গেল স্বাধীনতায় গেল আর কত যাবে প্রান,
            আইনের লেব্বাসে সেবার নামে চলছে শত যোলোম
              ন্যায় বিচার ভুলে গিয়াছে ক্ষমতা আছে তাদের প্রমান ।


           গেল হাজার কোটি বমা মেরে মানুষ মরে গাড়ি শত পুড়ে,
          আসবে কি অধিকার ফরে পাবে কি মানুষ তার ন্যায় খোজে,
                টেকনাপ থেকে তেথুলিয়া জ্বলছে সুখের আগুন,
          স্বাধীনতা তুমি আজও বাংলার বুকে তাজা রক্ত রাখও পূতে ।
          
               কেউ হাসে কেউ কাদ্দে গনতন্ত্র হত্যা রাজনীতির নামে,
          এ কি বিচার ক্ষমতা ধ্বংসের নিশা আইন ন্যায়ের নাম ধরে,
                   কাল সাপ,যদি বলি ওরা মানুষের রক্ত খায় চোষে ।
       অভিশাপ তোদের আল্লাহর কছম মোদের অধিকার দেয় ফিরে ।