আমি ভালবাসা দিয়ে প্রেম খোজেছি,
হাজার ও ফুলের মাঝে,
পাইনি তাহার মধুর বিনাস,
ঘোরে বাগান শত জঙ্গোলে ।


প্রেম নিবেদন করছি কত লিখে হাতে চিঠি,
মন চায় না সম্পদ চায়,
সততাকে ভয় সে পায়,
কড়িরের পিছে দেহ বিলায়,
হারিয়ে সব কাদ্দিয়া রাস্তায় বেড়ায় ।


যৌবনের ভুলে কত ফুল যায় যে সে ঝড়ে,
মিত্র তার নেয় মধু সব লুটে,
নিরবে মাথায় হাত অশ্রু ঝড়ে,
মূল্য ছাড়া ফুল শুধু সে নামে,
কপালে হাত শুধু বিরহে কাদ্দে ।


পথে কত ফুটে ফুল হয় না সে মালা,
হাটে বাজারে নিলে সে মূল্য ছাড়া,
রুপের মেলায় এক টাইম চলে মেলা,
নেই কোনো প্রেম নেই ভালবাসা ।