দুর থেকে কাছে, ঘোরে ফিরে চাই,
কোথায় জেন ও ভাই শান্তি নাই,
ঘরে বাহিরে, শত দুর প্রবাসে,
শান্তি বিপল,দুঃখ মনে শান্তি নাই ।


যে কাজে যাই, অশান্তির খোজ পাই,
সমস্ত কাজে, নাই কিছু দুঃখের বাহিরে,
ভাইয়ে ভাইয়ে বিবাদ,বাপে বেটায় ঝগড়া,
সম্পদ বিপদ,জানের খাত্ররা বিচার আদালতে ।


বন্ধুর ফেখম, লুটবে কেমন, আড়াল চোখে,
ব্যাবহার ভাল,অন্তর কালো,মিষ্টি হাসে,
বন্ধু নষ্ট, সময় কষ্ট,টাকা ধার দিয়ে,
হাটে বাজারে বেখবর সময় গেল চায়ের দোকানে ।


প্রেমের ফাদে,কত জীবন কাদ্দে, নাম ইতির পাতায়,
বেশি সুখে কাদায়, হাসে লোকে সত্য বাতায়,
জীবন সংগ্রাম, যেখানে যেমন স্বপন দেখায়,
হারিয়ে সময় শান্তি খোজে জীবনের কঠিন পাতায়,