প্রতি দিন দিবা শেষে হিসাব করি,
দিনের শেষে আমি কি নিয়ে আছি,
রোজ কত হারি মনে হয় কত জিতি,
হাল খাতায় রাখি জানি আছে কত খালি।
ভোর হলে গনি বিকালের কত আছে বাকি,
আধার রাত্রে শুধু সুখের স্বপ্ন ধরি আঁকি,
জীবনের কত মধুর সময় চলে গেছে দেখি,
হাসি খেলি মিশে ধরনা মিথ্যায় গেছে বেশি।
গগন গগনে চাঁদ তারা জালায় আলো আধারে,
মানুষ মানুষকে জালায় নিষ্টুর বিচার বিহরে,
কত ধরি রাখি ভাই বন্ধু এই মানবের বাজারে,
হিসাব করো দিনের শেষে সম্পদ কি আছে হাতে।
যে পথে আশা সেই পথে একলা যাওয়া,
তার মাঝে বাজায় রং কি হায় তার পাওয়া,
মূল্য শন্য জীবন তাহা বিষের যেমন বুঝা,
সকলের হাসি ভালো যদি থাকি তাই হল দোয়া।