আমি যদি হতাম প্রিয় কোনো কবি,
দিতাম আমার ভালোবাসা সব বলি,
প্রেমের কবি হতাম আমি দেশ প্রেমি,
জানিয়ে দিতাম ভালবাসা কত কলম ধরি।
যদি কবি হতাম গান কবিতা গল্প কত,
শত অশ্রু ঝড়া প্রানের কথার ভক্ত,
মন খোলে প্রানে,সুরের কথায় কাঁদত,
আমার লেখা গান কবিতা শত পড়ত।
আমারই গানে আমারই সুরে, গান বাঁজত,
নাত পড়ে চোখের জলে বুক কত ভাসত,
কেউ ভালো কেউ না, ভালো মন্দ বলত,
দেশের সেরা গান কবিতা হয়ত আমার হত।
না বলার কথা হাঁসি খোশির প্রিয় ভাব কথা,
জানিয়ে দিতাম মানুষ ও সামাজের সব ব্যাথা,
গুরুজন পড়ে ভাবত আমার মনের ভাবনা চিন্তা,
কাগজে লিখিয়ে দিতাম সকল দু:খীদের দু:খ দশা।