প্রেমের সাগরে যদি জোয়ার,
   নাই বা আসে,
তুমি ও বলো হে প্রেমের বির,
কি তার শেষে।
অশ্রু ঝড়ায় প্রেমের আঁকি,
না হয় ফুটায় মধুর হাঁসি,
লোকিয়ে বলো কানে কানে,
লক্ষি, ভালোবাসি।
প্রিয়তমা তোমার প্রিয় মুখ,
তোমার কাজল ভরা আঁকি,
রুপ তোমার আমার এক নিশা,
দাও মাথায় হাত বূলি।
যে কথায় আঘাত করে মোরে,বলো না,
সমাধার তোমার কাছে,
কষ্টে পরে দু:খে ভাসি, তোমার প্রেমে,
যাই হারি,তোমার মাঝে।