একটি মন যা চায়,তা কি পায়,
থেকে যায়, অনেক কিছু বিরহে,
যে কথা বলে, ক্ষমা চায় বিরে,
নত হয় বির, আঁকির অশ্রু ঝড়ে।
যে মনে বার বার, খোঁজে প্রিয়জন,
হাঁসায় কাঁদ্দায় নিত্য, ঐ আপনজন,
মন কেনও কাঁদ্দে, সুখ পেলে হাঁসে,
উড়িয়ে বেড়ায় ইচ্ছা মত,মনের মতন।
কত মনে যন্ত্রণা,নাই তার কোনো সিমানা,
মন কি মাপার যন্ত্র,দেখবো তার বেদনা,
কয় কথা গোপনে, বাসা বেঁদেছে অন্তরে,
পাওয়া না পাওয়ার, দু:খ সুখ তার জীবনে।
মন চায় খোশি,ইচ্ছায় কয় বসি,এ কি ধন্দ,
সৎ নিষেধ মানে না, মিথ্যায় কয়, পায় আনন্দ,
মনের সুখ দিতেই মানুষ, আশায় চালায় জীবন,
সকল মন,নয়ত এক,চাহিদার আছে কত ধরন।