সংলাপ করি,এসো দুজন মিলি,
যা ছিলো আগের, পূরনো দাবি,
মিটিয়ে দিবো, বুঝিয়ে নিবো,
দুজনের মাঝে,করে ভাগা ভাগি।
যত লোক লাগে,মুখ ততো বাড়ে,
চোপ চাপ এসো, লোকে কান রাখে পেতে,
যদি নেই বুঝে,সব আমরা দুজনের মাঝে,
যাক না খবর,দুজনের মিল নাই সাথে।
মুখ বুঝে ক্ষমতা, চোখ বুঝে হাসি,
সকলের মাথায় আমরা লবন রাখি,
মিট মাট গোপনে, আমরা জানি,
সকল সবায়, বড় কথা আমরা ছাড়ি।