যত বার ভাবি প্রিয়, তোমার হাঁসি,
তথবার তোমার জগতে, আমি ফিরে আসি,
প্রেম নিবেদন,বলার সুযোগ খোঁজেছি শত বার,
হতো ভাগা মন,পায় না সাহস,শুধু ভেবেছি।
অসিম প্রেমে, মায়ার বন্ধন, দেখিছি তোমার,
মায়া ভরা মুখে,মধুর হাঁসি, রুপের লংক্ষার,
কে বা ভুলে তোমায়,নিরব দেখে শুধু এক বার,
তোমার ভূবনে প্রিয়,যেতে ইচ্ছা জাগে আমার।
চরনে তোমার,আছলে রাখো, বলিবার চাই,
ধ্বংস হইবে জীবন, যদি তোমার ছোঁয়া না পাই,
কদম তোমার মুক্তার হাঁসি,এদে জলেছে মতির আলো,
কঠিনের কঠিন হবো, পারবে না যেতে তুমি হারাই।
আমি যে নেই আমার মাঝে, বিরাজ তোমার দেহে,
লূটিয়ে দিবো ইচ্ছা ও মন, যাহি তোমার লাগে,
করুনা নয়,প্রেমের টানে, যাবো ভালোবাসা সব দিয়ে,
তোমার আমার সকল হাঁসি,হবে একই দিনে বিয়ে।