আব্দুস সালাম মিয়াজী ।
    


জীবনের সাথে লড়তে লড়তে,
আমার দুঃখ নিত্য সাথি,
পথে আমি ঘোরতে ঘোরতে,
আজব মানুষ দেখি ।
কে করে না লড়াই রে ভাই,
চলার পথে সুখের,
সুখ ও দুঃখের মালা গাথে,
আলোর বাতিই সংসার ।
ভুল করে কেউ সুখনে কেড়ে,
সত মানুষ যে দুঃখে ভুগে,
হাসির ঘরে আগুন জলে,
মানুষ গুলোর দুষ্টু রুপে ।
বড় লোকের সুখ নাইরে ভাই,
দুঃখো লোকিয়ে থাকে,
লোক সমাজে হাসিয়ে রহে,
অন্তর জালিয়ে হাসে ।
মদিনা