হাজার ক্লান্তি ভুলে,
বার বার আসি ফিরে,
ওগো প্রিয়, তোমার কাছে,
বলিবার চাই, ভালোবাসি তোরে।
আঁকির পলকে মন যায়,
শুধু তোমার কাছে,
দেউলিয়া হয়েছে এ মন,,
তোমার কারন,তোমার প্রেমে।
যত ভাবি মধুর লাগে,
তোমার স্মৃতি চোখে ভাসে,
ভালো লাগে বাহুর বালা দেখে,
নুপুর পায়ে,অপূর্ব তোর রুপে।
রুপে তোমার চাঁদের আলো,
দেখিতে বাহ! নয়ন জোড়ালো,
খিদা যায় চলে,রুপের গুনে,
আঁধারের আলো দেহ থেকে জলে।
চোখ মুখ নাক, কানের দুলে,
লম্বা চুলের খোঁপায় ফুলে,
নিল পরী,লাল পরী জল পরী সেঁজে,
কেঁড়েছ মন, দাও প্রেম বলে।
প্রেম চাই আমি মোর এই অধিকার,
গুনে মানে তুমি,তাই পরিস্কার,
রুপের রানী গুনের গুনি শত দাবিদার,
এই বাধি আশা,পেয়ে তোমার সততার।