তুমি,তুমি,আমি,আমি,
যাবে,সব একি পথে,
কেউ যাবে,সুখে চলে,
কেউ যাবে দুঃখে মরে।
কেউ বীর,কেউ পীর,
কেউ সম্মানে,কেউ দৌড়ে,
গন্তব্য এক অন্ধকার ঘরে,
কেউ ভালোবাসায় নিরবে।
যাত্রার পথে,কেউ শুনে গালি,
কেউ শুনে স্বাগতমের জয় ধনি,
কেউ কিছু না,ঠিকানা বিহিন,
অজীবন থাকে,ডায়েরী লিপি।
কেউ রবে না, সকল অস্থায়ী,
হিংসায় মারে,নেয় জীবন কাড়ি,
ভাবে না কাল,কি আসবে তার চলি,
শক্তি নাহি থাকে,জানিও চিরস্থায়ী।
নিদানে তোমার বন্ধু বেইমান,
সুসময়ে আসে,কত সম্মান,
অশ্রু ঝড়ে বুকে পড়ে,কাতর,
মিনতি কত,হয় আপন দোষমন।
ভয় করি না,সমানে সমান,
বীরপুরুষের ইজ্জত বেগ'মান,
কাপূরুষ হেরে,জিতেছে বড়াই করে,
তোমার আমার বিচার রবে চলমান।