ষোলো তারিখ প্রিয় মোর,
এই বিজয়ের তারিখ,
লাল সবুজের পতাকা,
উড়ছে এই দিন বিশ্ব ওবাখ।
লাখো শহীদের তাজা রক্তে,
বাঙালী এনেছে এই স্বাধিনতা,
দেখেছে পৃথিবী বীরমুক্তি সেনা,
লড়াইয়ের সম্মান পেয়েছে বৌদ্ধতা,
বাংলা মায়ের দামান ছেলেরা,
কত যে বীর সম্মানি বোনেরা,
মুক্তিযুদ্ধে দিয়েছে তাজা রক্ত ভরা প্রান,
ওরা শহীদ সম্মানি, আছে ইতিহাসে লেখা।
হাজার বছরের স্বপ্নে ছিলো এই স্বাধিনতা,
আমি বাঙালী, আমি বাংলাদেশি,
বিজয়ের জাতী,সংগ্রামী ন্যায়ের অধিকারী,
গনতন্ত্রের শপতের মুক্তির অহংকারী।