আমি আজ বড় হৃদয়হীন নিষ্টুর হয়ে আছি,
বিবেকহীন বুদ্ধিহীন জ্ঞানহীন যন্ত্রণার পহর গুনছি।
আমি আমাকে খোঁজে, মনকে কত প্রশ্ন করি,
বলে সে কত,মন বিষম কালো সময়ে হাঁসি।
আমি আশা করি কত,ভেঙে যায় আবার শত,
মর্মে ধন্য বিশ্বাসে আমার, আসে কত আঘাত।
আমি পাওয়ার চেয়ে বেশি,অন্তরে যন্ত করে রাখি,
ধ্বংসের বিষ হিংসারনিশায় ওরা আমার রাখে ধরি।
আমি আজ একা, নিরব কেউ আমায় বুঝে না,
সুসময়ের এলো কত,দুঃখের এই বুঝি শান্তনা।
আমি চাই ভালো চলি, মন ভরে বন্ধু ভাবি,
সততায় থাকি,সবাই আমায় দেয় কত গালি।
আমি আমাকে চিনতে পারি নাই, আজ ও আছি পথে,
সততার দাম নাই, আজ কে কাহাকে বুঝে।
আমি হাঁসি খোশি সাদা মনে, সব ভাবি ভাই,
সকল স্থানে সকল পানে, মন ভরে দুঃখ শত পাই।