আমি বিদ্রোহী, আমি সংগ্রামী,
আমি কথা বলি,আমি প্রতিবাদী,
আমি সিংহের গুঞ্জনে থাপর মারী,
আমি বাঘের মত, মিথ্যার শিকার ধরি।
আমি বাঙালী,আমি বাংলাদেশী,
আমি দেশ প্রেমিক,আমি সত্যের বীর,
আমি মানুষ ভালোবাসি,নহে অহংকারী,
আমি মানব,আমি মানবের কথা বলী।
আমি দানবের শক্তি করে দেই ধ্বংস,
আমি মিথ্যার দেই খোলি সকল রইশো,
আমি এটম বোমার মত চালাই অস্ত্র,
আমি মিথ্যা শক্তির খোলে দেই সকল বশ্রু।
আমি সত্যের সাথে চাই অধিকার,
কেনও আজ নেই দেশে ন্যায় সঞ্চকার,
ভূকে মরে গরিব ওরা খায় পান্তা ইলিশ,
বাঁশ দিয়ে গড়ে ভবন,ন্যায় নিরাকার।
আমি যুদ্ধের ময়দানে লড়াই করি,
বাঁছতে চাই বীরের মত পাওনা বুঝি,
আমি পথশিশু টুকাইদের ভুমির করি দাবি,
আমি চাই দেশের সম্পদ দেশে রাখি ধরি।
লুটে পুটে কালো টাকা হোন না সাদা,
চাই আমি সমান বিচার ন্যায় ব্যাবস্থা
আমি বিদ্রোহী, আমি প্রতিবাদী,
আমি মানবের অধিকার চাই নিত্য সর্বদা।