পথে পথে দুনীতি,
পথে পথে ঘুষ,
হায়রে আমার সোনার দেশ,
লূটে করছে ওরা শেষ।
যে মাকে ছোঁয়ে করছে শপত,
বেক্তি রাজা,দখলের মহা রত,
কে যাবে কোথায় নাহি কোন পথ,
জন্মেছে এ ঘরে হাজার শত ভূত।
মা বলে ভালবাসে মুখে তুলে সুর,
মায়ের সম্পদ লুটে বিদেশে বানায় ঘর,
বেইমানি ধোক্কাবাজী মায়ের সাথে,
ওরা সন্তান নয়,মা কলঙ্কিত তোর।
মায়ের শরীল কাটে বিক্রয় করে,
রক্ত খায় ছোঁচে,
লজ্জা নাহি গলায় দড়ি,
বিশ্বে দেখি ঘরে।
নদী নালা খাল বিল,
খাচ্ছে ভরাট করে,
গাছ গাছারা ডিপের ভূমি,
পাহাড় ও খায় সাথে।
জলের সাথে সাগর খাচ্ছে,
খাচ্ছে, অফিস আদালতে,
করতার চাইতে পিয়ন বড়,
জমছে মজা হাটে।