সুখে দুঃখে থাকি আমি,
আমার হ্নদয় খোলা দেশে,
হাজার দুঃখ নিত্য ভুলি,
আমার সোনার দেশে।
দেশ যে আমার মায়ের মত,
আপন মনে রাখি,
তার তুলনা নাহি মিলে,
সারা বিশ্ব ঘুরে দেখি।
দেশকে আমি ভালোবাসি,
সে যে আমার চির ঠিকানা,
আমার দেশে আমার ভাবনা,
স্বাধিন আমার চিন্তা চেতনা।
পরদেশে ভাই মূল্যহীন,
নাই জীবনের কোনো দাম,
সদায় বলে ঐ বিদেশি,
কর কম টাকাতে কাম।
ঘর হইতে বাহির হলে,
আইডি কাড হাতে লাগে,
ধরা পড়লে জেলের কম্বল,
অপমান করে পাটায় দেশে।
ধন্য আমার স্বাধিন দেশ,
ধন্য স্বাধিন চিন্তা ভাবনা,
দেশ যে আমার ভালবাসা,
নাই দেশের কোনো তুলনা।
ভিন্ন দেশে কাজ করি ভাই,
ওরা মোদের মানুষ ভাবে না,
কথায় কথায় হিংসা করে,
মোদের কাজের মূল্য দেয় না।
কাজ করি যা নাই তার টাকা,
ওরা কম পায়সায় খাটায়,
মানুষ মোরা তাদের মত,
ওদের কে কারে বুঝায়।
প্রিয় আমার জন্মভূলি,
প্রিয় আমার দেশ,
সুখে দুঃখে শান্তি আমার,
আমার সোনার দেশে।