মিথ্যুকের কাছে কভু আমি,
কিছু নাহি করি আশা,
সত্যের সাথে থাকি আমি,
এই আমার জীবনের প্রতিজ্ঞা।
ভালো করতে গেলে,
হায়, একি, কপালে হাত,
বুঝে না কেউ, করে প্রতিবাদ,
না-হি হব চাইয়া বীর নত।
কথায় টানে কথায় বাড়ে,
কথায় রাখে চির সরণে,
কথার মাঝে লোকিয়ে থাকে,
সুখ দুঃখো সব জীবনে।
বীর নয় নত, করিয়া কাজ,
যত পায় ভয় শিয়ালের বাপ,
অসত্য কাজীর ডায়েরী খোলি,
মিথ্যার ফলা ফল কঠিন পাপ।