প্রেমের কি দোষ,ভালবাসয় সুখ,
আনন্দে ব্যাথা, নেই কৃতজ্ঞতা,
হারিয়ে সুখ, খোঁজে কত ব্যার্থতা,
মানব মানবীর চিত্র প্রেমের সফলতা।
কে করে প্রেম দুঃখ শয়হে নিরবে,
কাঁদ্দে একা বিরহে দেখায় মর্মতা,
হাঁসিয়ে অশ্রু ঝড়ে বুক যায় ফেটে,
চায় কত রাখতে ধরে প্রমের পবিত্রা।
ঝড় এলে জীবনে যায় চলে প্রেম,
আবুল তাবুল কয় গুরিয়ে মাথা,
স্বজনরা ভুলে রাখতে চায় দূরে,
নিত্য হারায় প্রেমের মানবতা।