সুসময়ের বন্ধুকে মার লাথি,
দুরসময়ের বন্ধুকে লাও তুলে ঘাঁড়ে,
যদি পারো না তাই মরবে শালা,
কাঁদ্দবে তুমি, পড়বে ফাঁদে।
বলবে হেঁসে,অন্তরে সে কথা রাখে,
মিষ্টি বলে,সদায় বন্ধু সেঁজে,
আপন ভাবে,খোঁজবে পথে ঘাটে,
বাঁশ পালাবে, তোমার চলার পথে।
রাখবে খবর সব সময়ে,
প্রতিদান নাহি চাহি লবে,
সুযোগ বুঝে নিবে সব তুলে,
তারই নাম বন্ধু, চলো খিয়ালে।