আমার, কত রাত জাগে গেছে,
কাজের মাঝে টেবিল চেয়ারে বসে,
হোটেলের কাউন্টারে ও অফিসে,
অনেক তিক্ততা ও খোশের মাঝে।
কত বিদেশি কত বিদেশিনী,
আসলো গেলো বললো ভিন্ন্য ভাষায়,
কখনো জেনে কখনো বুঝে আবার ইশারায়,
বলতে হয়েছে কথা,অতিথির মরর্জাদায়।  
কত রাগ কত ভুল কত অবিমানে,
একা কেটে সময় রাত দুপুর দিনে,
কিছু টাকা পাবো বলে বছর কত গেলো,
হলো না কিছু-ই পাওয়া খালি মাস শেষে।
বাবার অমূল্য ছেলে বিদেশ আসে,
কোথায় ও আবার ফুল যায় ফুটে,
অজর নয়নে কাদ্দে কিছু না পেয়ে,
অসুখ বিসুখে নাই মিলে কেউ পাশে।
কাজের চাপে সবাই যার যার মত চলে,
কেউ হাসে কেউ কাদ্দে অশ্রু ঝড়ে বুকে,
নেই মিতালী নেই খোশি দিন যায় কেঁদে,
টাকার পিছে জীবনে যায় নিত্য ফাঁদে।
ক্লান্ত শরীল কাজে হয় যেতে ইচ্ছার বিরোধে,
ছুটি কবে মিলে,রুমে যায় সময় চলে,
ফূরতী আনন্দ নাই কিছু বন্ধু তুমি বুঝলে,
প্রবাসীর জীবন কষ্ট যন্ত্রণার কঠিন মূর্হুতে।
মাস শেষে যা আসে মায়না হাতে,
পাটিয়ে সব দেশে থাকে শখানি কাছে,
টানা টানি করে মাস আমার যায় বয়ে,
পরিবার খোশি থাক এই সুখ মনে।