আমি প্রতিবাদ করি,
ব্যাখ্যা খোঁজি
নয়তো হবো শান্ত,
আমি চিৎকার করে বলবো
ন্যায় চাইতে নয়ত আমি ক্লান্ত।
বিদ্রোহী আমি করি না ভয়,
লংকার রাবনকে করবো জয়,
হুশিয়ার আমার দাবি নয়ত নয় ছয়,
প্রতিবাদ গরিবের ওরা চায় আশ্রয়,
নয়ত গদি ভাঙবো মোরা এই নয় বিষয়।
ফুটপাতে কাটে রাত দিন,
পেট ভরে খায় না কোনো দিন,
আর্থনাত হাওর বাসির নেই কেনও ত্রান,
ভিক্ষা করুনা নয়, একি প্রতিদান,
দায়িত্ব রাষ্ট্রের পাহাড় ধসে যাচ্ছে কেনও প্রান।
ক্ষমতার উল্লাসে যায় দায়িত্ব ভুলে,
মহা সংকটে ওরা চায় নিতে পগেট ভরে,
লজ্জা কর ডাল ভাত দেয় ওরা মরে ভোকে।