আমি দিকভ্রান্ত ক্লান্ত, শ্রান্ত পথিক
চলছি, তবে পথও চিনি না সঠিক।
আমি জানি, আমার সময় কম,
খানিকটা সময়ের তরে পেলাম দম।


সামনে কেবল ধুঁধুঁ অনন্ত মরু প্রান্তর,
পাড়ি দিতে হবে, ওষ্টাগত অন্তর।
গোছানো হয়নি অনেক কিছুই আজো,
সহসা আসিবে বলবে চোখটা বুঝো !


কিছুই করিবার নেই, পারেনি তো কেউ,
শক্ত শক্তি নায়ক গেছে, নেইতো সেউ।
অল্প সময়ে সাড়তে হবে, অনেক কাজ,
না, হলেই সেদিন শুধু সইতে হবে লাজ।


চিনতে হবে স্রষ্টা, চিনতে হবে আমায়,
নেপথ্যে কে মোদের সাহস, চিন্তা যোগায় ?
থাকব না হেথা, তবু কত না আয়োজন,
সাধ না মিটলেও ফুরাবে আমার প্রয়োজন।