ছোট্ট এক শিশু ছিল
মুহাম্মাদ রাসুল, (সা)
মরু বুকে ফুটে যেন
সুভাসিত ফুল।


কা’বা গৃহ পুনঃনির্মানে
ন্যংটা হননি তিনি,
ভাবতেই জ্ঞান হারিয়ে
মুষরে পরেন উনি।


কোন কালে কোন মানুষ
ছিল কি ভবে ?
তিনি ছাড়া অন্য জনকে
খুঁজি কেন তবে ?


জ্ঞাণী হবা! গুণী হবা ?
তাকে সামনে রাখ,
তার শিক্ষা যতন করে
মন, গতরে মাখ।


তারই শিক্ষা মাখ যদি
আলো ভরা জীবন,
সোনালী সভ্যতায় ভরে
যাবেই দু’টো ভুবন।