যেই ঝালে গালটি জ্বলে
ঐটা জ্বালায় মরিচ,
যে ঝালে বিবেকে জ্বলেনা
ঐ মনটাই খবিশ।


ছড়ার ঝালে ফেরে যদি
একটু খানি হুঁশ
ঐ ঝালটাই গড়ে তুলবে
সোনা তুল্য মানুষ।


দগ্ধ হয়ে জ্বলে, পুঁড়েই
সোনা হয় খাঁটি,
ঝালে যদি বোধ না ফিরে
জীবনটাই তার মাটি।


ছড়ার ঝালে ঝলসে উঠুক
ঝিমিয়ে পরা হৃদয়,
ন্যায্য কথার ঝালে সবার
হোক বোধদয়।