স্বত্ব চাই
   - জামিল আবেদ


তোমাদের বলা হয়নি,
আমি রূহ-আত্মা-প্রাণ,
অর্থগত নয়,
শব্দগত ভিন্নতা রয়েছে বহু আমার |


তোমাদের বলা-ই হয়নি,
আমি শিশু,যুবক,বৃদ্ধা,
বয়সের বহু ভিন্নতা রয়েছে  আমার |


তোমাদের বলা হয়নি,
কখনও আমি মুসলিম,
কখনও হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান,
শারীরিক গঠনে পৃথিবীর সবাই নাকি মানুষ,
তবে পোশাকের বহু ভিন্নতা রয়েছে আমার |


তোমাদের বলা হয়নি,
কখনও আমি বাংলা,ইন্ডিয়া,পাকিস্তান
আমি চীন,ফিলিস্তিনি,ইসরাইল,
আমিই পৃথিবীর ২১০টি রাষ্ট্র,
স্বাধীনতার নাম দিয়ে বন্ধী করে,
বর্ডার বহু নাম দিয়েছে আমার |


ওআচ্ছা তোমাদেরতো বলাই হয়নি,
কখনও আমি নাস্তিকও,
তবে অনেকের মুখে বলতে শুনেছি,
তোমাদের আল্লাহ,রব,ঈশ্বর,ভগবান নাকি,
আমাদেরও রুটি,রুজির ব্যবস্থা করে দেন,
আলো,বাতাস তোমাদের মত নাকি,
আমরাও সমান ভাবে ভাগ পাই,
যা তোমরা কেড়ে নাও ধর্মের নামে |


তোমাদের বলা হয়নি,
আমিই মুসলিম,হিন্দু,
বিশ্বাসগত ভিন্নতা রয়েছে বহু আমার |


তোমাদের বলা হয়নি,
কখনও আমি গোত্রে,বর্ণে,লিঙ্গ ভাষায়,
কখনও আমি চেতনায়,জাতীয়তায়'র
স্বার্থে বিভক্ত হয়,হয় দ্বন্দে লিপ্ত,
করি রক্তপাত,দূষিত করি সমাজ,রাষ্ট্র ও বিশ্ব,
ভেদাভেদের বহু ভিন্নতা রয়েছে আমার |


তোমাদের বলাই হয়নি,
আমি ভুলে যায়,আমি মানুষ,
তাইতো আমি মানব সত্তা ভুলে গিয়ে,
দেশ,জাত-পাত,বিশ্বাস,আদর্শ,ধর্ম,বর্ণ কে,
কেন্দ্র করে হত্যা লীলায় হয় মগ্ন,
নিয়ে যায় নিজেকে জীব সত্তার নিচে |


আচ্ছা কখনো কি শুনেছি আমরা জ্ঞানহীন কুকুর,হায়েনা,বনের হিংস্র বাঘ,সিংহ,
হত্যা করেছে ক্ষুদা নিবারণের জন্য নিজ, সম্প্রদায়কে,না ইতিহাস তা বলে না তবে, কিসের ভিত্তিতে মানুষ অন্য মানুষ, হত্যা,ধর্ষণ,গুম , নির্যাতন করে নিজেকে, আশরাফুল মাখলুকাত,সৃষ্টির সেরা দাবী করে? আর তা কতটা যুক্তিক ?
মূর্খতা,উগ্রতা,অন্ধত্বের ও বর্বরতার কোনো সীমাবদ্ধতা নেই আমার |


"" তোমাদের বলা-ই হয়নি,
আমার আসল পরিচয়,
আমি মানুষ আমি -ই বিশ্ব ""


আমি তোমাদের বলছি
আমি পৃথিবী থেকে,
একজন মানুষ বলছি ...
কেন বার বার হত্যা করো আমায়
ভাষা ,ধর্ম,বর্ণ ,গোত্র ,জাত,লিঙ্গ,বর্ডার'র
দ্বন্দে ফেলে ???
মানুষ হিসেবে এই আমি
স্বীকৃতি পাবো তোমাদের কাছে
আর কবে ! আর কবে ???