যা অনিশ্চিত
কিন্তু
নিশ্চিত তাই মৃত্যু ,
প্রাপ্তি-চাওয়া তা আবার কি ?
সীমাবদ্ধতায়,ব্যারিকেট -এ
কোনো প্রাপ্তি/প্রত্যাশা,
পূরুন হয় না |


দেহ সেতো মাটিতে মিশে যায়,
হরমোন'র খেলা বন্ধ হোক
তাতে সীমাবদ্ধতা আছে ,
আত্মার খেলায় মগ্ন হউ
আত্মার উৎস চিনো ,
কেন্দ্র চিনো,
যা সৃষ্টিগতভাবেই
অমরত্ব পেয়েছে |
দেহত ক্ষনিকের
তাতে কিছু নেই
অহংকার ছাড়া |


গন্তব্যহীন পথ হয়
অনেক দীর্ঘ
যা ফুরাবে না পরকালেও,
তাঁরার স্রোতে ভেসে
যারা চাঁদ খুঁজে
তারা কখনো
জোস্নার আলো পায়না ,
তারা চাঁদ হারায় বারংবার
জানতে -অজান্তে |
তারা পথহারা,অভিশপ্ত |