কবিতা, আমার কাব্যগ্রন্থে হয়তো তোমার ঠাঁই হবে না
যে ছন্দে তোমাকে সাজিয়ে তুলেছিলাম
যে মাত্রায় তোমাকে স্থান দিয়েছিলাম
যে ধ্বনিতে তোমার বসবাস ছিল
তা আজ পদশূন্য, শুধুই মিথ্যে কল্পনা
কবিতা, আমার কাব্যগ্রন্থে হয়তো তোমার ঠাঁই হবে না।


মোদের সংযুক্ত বর্ণগুলো আজ শরণার্থী রুপে
তোমার হিংস্রতায় চন্দ্রবিন্দু ছিন্নাকারে
ছন্দ, মাত্রা, ধ্বনি খালি ঝুড়িতে
আর আমার ব্যস্ততায় স্বয়ং আলপনা
কবিতা, আমার কাব্যগ্রন্থে হয়তো তোমার ঠাঁই হবে না।