আয়নায় মুখ দেখে চেনা যায় যদি নিজেকে,
বিবেক কি চিনতে পারে নিজের আত্মাকে?
চিনতেই যদি পারতো মানুষ হতো মানুষ,
পাচঁ বছরের শিশু হতো না ধর্ষিত-
তারাই তো বিবেকহীন আত্মার তৈরি অমানুষ।


সভ্য সমাজের লেবাসে তারা যে মুখোশধারী,
তাদের অত্যাচারেই শিশুরা আজ হয়েছে ভীতসঞ্চারী,
"বিচারের বাণী নিভৃতে আজও কাঁদে"-
তাইতো শিশুদের নেই মন আজ পড়াশুনায় ও কাজে,
কিভাবেই বা শোধিবে ঋণ এই অমানুষ গুলোর মাঝে?


মানুষ শব্দটি মানুষ যদি একবার করে উচ্চারণ,
অন্তর হবে কলুষমুক্ত সন্দেহ নেই কোনো,
শিশুদের জন্য রেখে যেতে হবে বাসযোগ্য পৃথিবী,
নইলে তাদের অভিশাপে শেষ হবে ভালো মানুষগুলো প্রতিদিন।।