পূর্ণিমার সাথে ছিল আমার অনেক সখ্য,
খেলতাম, স্নান করতাম, এমনকি তপ্ত বুকে মুখ গুঁজে তাঁর অস্তিত্বও খুঁজতাম।
এখন আর আমার করে পায়না তাঁকে,
ব্যস্ততায় তাঁর কাছ থেকে চলে গেছি অনেক দূরে,
অফিস নামক জেলখানা থেকে ফিরি যখন রাতে,
আকাশ পানে চেয়েও দেখিনা তাঁকে,
ভয় হয়, যদি না পায় তাঁকে,
বড়ো ইচ্ছে করছে আমার করে পেতে তোমাকে,
আকাশ পানে তাকিয়ে এদিক ওদিক খুঁজে ফিরি যে তোমাকে,
কোথায় তুমি? এসো না আমার কাছে-
সমস্ত ব্যস্ততা ফেলে তোমার সৌন্দর্যে হবো সিক্ত,
অপেক্ষা করতে করতে আজ বুঝি হারিয়ে গেছো ঘোর অন্ধকারের মাঝে,
অমাবস্যা তুমি আসো কি তাই পূর্ণিমারই গ্রাসে?