আজ মঙ্গলবার-
ঠিক সাত বছর আগের কথা,
মল চত্বরে তুমি বলেছিলে-
’বাবা আমাদের সর্ম্পককে মেনে নিবে না
আমাকে তুমি এখানে আর ডেকোনা প্লিজ’
এই বলে তুমি চলে যাচ্ছিলে-
মনে পড়ে রাহেলা,
সেই দিনটির কথা-
একবারও চোখে চোখ রাখোনি, আমার হাতটাও ধরোনি সেদিন,
দেখতে পেয়েছিলাম তোমার বিফল বিপ্লব
অবুঝের মতো বুঝেছিলাম ঠিকই-
তবে ভুলেনি।


কত বুধ, কত বৃহষ্পতি গেল-
শনিও এসেছে জীবনে,
তবু ভুলেনি সেদিনের সে কথাগুলো,
প্রতিবাদ করতে পারেনি কারণ-
ছিলনা বড় পরিচয়,
ছিলনা টাকা, ছিলনা ভাল মাইনে।
ভালোবাসা ছিল প্রবল
রাহেলা, একটা সত্যি কথা বলবে আজ-
তুমি কি এখন খুব সুখি?


আমার সব আছে- শুধু তুমি ছাড়া,
আমি আজও মল চত্বরে যায় তোমার আশায়
যদি ফিরে আসো-


আজ আসবে কি সেই চত্বরে?
আমি আর সেই ভিখেরী নেই রাহেলা
তোমার বাবা আমাকে নিয়ে গর্ব করবে আজ -আমি নিশ্চিত
এখন আমার অনেক সুনাম, অনেক টাকা, অনেক অনেক


আমি এখন অনেক বদলে গেছি রাহেলা,
অনেকে বলে এখন-
কিন্তু আমার মনের ভেতরটা তো বদলায়নি
এখনও তোমার জন্য মনটা কাঁদে আমার,
তোমার জন্য অপেক্ষা করি,
আমি যদি বদলাতামই
তুমি ছুঁড়ে ফেলে দেয়ার পরেও
তোমার কথা মনে করব এখনও?
কী জানি- আমি বোধ হয় এমনি।


জানো রাহেলা, মল চত্বরটা তেমনই আছে,
শুধু বদলেছে কিছু পরিচিত জন,
সাত বছর আগে এখানে যারা তোমার আমার মতো আসত
চুপি চুপি প্রেম করার জন্য-
অনেকেরই তাদের সংসার হয়েছে, ফুটফুটে বাবুও হয়েছে
কি-যে ভালো লাগে-
স্বপ্নে আমি তোমায় নিয়ে জীবন গাথিঁ,
তবে ভয় হয়, আবার ফিরাবে নাতো?


তুমি কথা দিয়েছিলে আজ আসবে
ঘড়ির কাটাঁ তিন থেকে নয় হয়েছে,
সূর্যের আলো হারিয়ে গেছে চাঁদের আলোয়
এমনতো কথা ছিলনা রাহেলা,
তোমার শব দেহ দেখবো বলে
আমি এখানে আসবো।