মানব সভ্যতা অন্তিম নিঃশ্বাসে অগ্রগামী,
তবুও জানিনে স্তব্ধ নয়, রাজনৈতিক ভণ্ডামি।
জানি সংবিধান বড়ই কঠিন,
বিরোধী জরুরী, নইলে থাকতে হবে পরাধীন।
একটি পদক্ষেপ, হাজারো প্রশ্ন বিচিত্র রুপ ধরে,
ভাবতে পার, আমরা সহজ-সরল,
আমাদের সরকার সকলের পাশে,
কঠিন অবস্থায় লড়াই করে।
আমার আদর্শ ওমুক দেশেতে, তমুক কাজ করে,
আমার সরকার, ছুটির দাওয়াই, একলাই কাজ করে।
তোমার কি কোনো আদর্শ আছে ভাই?
নাকি কেবলই ডিগবাজি খেয়ে, বছর করেছ পার?
চাপানউতোর চলতে থাকুক,
এবার ভাই অনেক হয়েছে, লড়তে হবে,
সকলে হাতটি ধর এবার!


জানি এ দল সাদা-মাটা,
জানি ও দল রাজপ্রাসাদে থাকে,
জানি কিছু সজ্জা-সায়ী
কেউ আবার বহুরূপীতে ভিন্ন রঙ দাগে।
তবুও এখন কি বিরোধ টা সাজে?
দুর্বিষহ বর্তমান অবস্থার মাঝে?
থাকনা ওসব বিরোধ-বিরোধী খেলা,
দুঃসময়ে শুরু হোক, এক জোট হয়ে চলা!!