কোনো এক বিষাক্ত গলির মোড়ে রাতের লাইটপোস্টরা করছে প্রেম,
কুয়াশার বাষ্প দিয়ে ঢাকা তাদের জীবনের ফ্রেম,
উঁকি দিয়ে চলে যায় কিছু মানুষের দল আর জোনাকির  ডাক,
তাদের প্রেমের কথা বয়ে নিয়ে যায় অবিকল,
ব্যস্ত সমাজের মানুষ গুলো যখন  নিরাবতা পালন করছে বিছানায়,
একাকী দাঁড়িয়ে কিছু নতুন গল্প লিখতে ব্যস্ত তাদের প্রেমের ঠিকানায়,
পিতাহারা কিছু নিষ্পাপ চোখ ধর্ষিত হছে শহরের বুকে ইশারায়!


হিসাব কষো তোমরা লাভ-ক্ষতির,রাজ্য নাকি কোন দেশ এগিয়ে,
মুখবুজে কাঁদুক হৃদয়, ও যে নয় আমার মেয়ে!
কোথাও আবার বুদ্ধিজীবী হাঁক তুলেছে মিছিল নিয়ে,
হুজুক ডাকে বান এসেছে আগুনবাতি যেই যায় নিভে!


রক্ষক আবার প্রশ্ন তোলে
ধুলো মাখা ফাইল চাপরে নিয়ে,
‘কেমনে তুই থাকিস পরে, বেহুঁশ যাস ঘুমের ঘোড়ে ?'
স্মৃতির ঘর উজার করে,
নির্যাতিতা বলে দীর্ঘনিশ্বাস ছেড়ে,
‘ ক্ষত আমার শরীর জুড়ে,মানবে কি সমাজ আমায় আগের মত করে?’