মূর্খের মতো শুধুই গিলে চলি
কিছু পুঁথিগত বিদ্যা,
দাবিদার খোঁজাচ্ছে বর্তমানের আবহাওয়া
কেবলই বৃথা।
চাকরি কোথায় ?
জোকার সাজায় ফর্মালি টাই গোজা।
অর্থের শূন্য ভিন্ন হলে,
বেহিসেবি তকমা ভিশনই সোজা।
মেঘের ভিড়েও ভিজছে চোখ;
একলা দাঁড়িয়ে গুনছে খোঁচা,
পাশের টেবিলে চাঁদের হাটে
যাওয়া নিষেধ; অকর্মণ্যের কাগজ লাপা।


ফিরুক স্মৃতি;স্বপ্নের খুঁটি,
জানালার পাশেও ভাবুক চেতনা।
রেলিংয়ের জলে ভাবনা ছড়িয়ে
স্বপ্ন রোপণের বিরাট আলপনা।