তখনও চাঁদের বয়েস বাড়েনি অত!
আমাদের মন দেওয়া নেওয়া ছিলো সহজে।
আমার আনাড়ী হাতের কবিতা গুচ্ছ যত,
তুমি একমনা হয়ে পড়তে সেদিন গরজে।


তুমি ছিলে মোর তরে সেই কবি মন হয়ে,
আমি পারিনি তোমায় জানতে!
খুঁজে ফিরি আজ সে মন হারিয়ে
হিয়ায় আমার,আলো আঁধারির প্রান্তে।


সময় নিয়েছে অনেক কঠিন হিসাব এই জীবনের উপলব্ধে,
চেতনায়, ছুঁয়ে ছুঁয়ে তবু নিয়ত,তোমায় ধরতে চেয়েছি আমি
কথামালা আর রূপকের ঢালে উপমার কোন শব্দে!
কত প্রেম আসে মনের গোপন অগোচরে হায় জানে কি অন্তর্যামী!


চাঁদের বয়েস পড়েনি ধরা আজও,সাঁঝতারাটি তার রূপের ঠাঁটে,হীরের  নাকছাবি হয়ে জ্বলে!
আজও রাখে চোখ সে কবিতায় মোর,শুধু প্রবাসে,তার মন নিয়ে আজ  সময় গিয়েছে চলে।