আবার  অন্ধকার,  আর মিশে যাওয়া  ক্লান্ত  ব্যথার  ভার  


সব তারা  আলো জ্বেলেছে  তবু  রূপালী  আগুন  দিয়ে রাতে


জীবনের লেন-দেন হয়েছে  ঢের, রক্ত, ক্লেদ, ঘাম ঝরেছে  অনেক


আমার থেকে  তোমরা  আর কিছু  পাবেনা না চাই কিছু তোমাদের  থেকে  আর


কাকের ঠোঁটে ডিমের  খোলার মত ভাঙা  চাঁদ  আকাশে আজ  


আকাশ  ঘুরে  গেছে  কোথায়  মহাকালের  দিকে মাঝ  রাতে  


আলোর  শেড্  ঘিরে  কুয়াশা  নেমেছে  ক্লান্ত  চোখে


ছোট্ট  মেয়ের  খেলাঘর, পুতুল  পড়ে আছে  অগোছালো, নিরব


শুধু  তুমি  জেগে  আছ হিম   স্নিগ্ধতায়  আমার  চেতনায়


বহু  আলোকবর্ষ দূরে  কোনো  ঠিকানায়  একলা ভেসে  চলা এক অভিমানী  ফানুষের মত