রাতভোর ঝম্ঝম  বৃষ্টি
ঝাপসায় বর্ষার  দৃষ্টি।


জানালায় উড়ে উড়ে  এল ছাঁট
ওপারের  ঝাউবন, ধেয়ে  মাঠ।


আলো আলো  ঝলকানি  কালো  গগনে
মেঘমল্লার  রাগে  সেতার এর তার মগনে।


ঘন ঘনালো ঘটা
খুলল  শিবের জটা।


পপাত ধরণীতলে তরু সবে উৎপাট
ভিন্ন  ছিন্ন পাতা বটগাছ তলে জলে ভিজে  গেছে  পথ ঘাট।


ঝরণার  উচ্ছল  খল্ খল্
টিপ্ টিপ্ টুপ্ টুপ্ বনতল।


কপোত- কপোতী  কোথা তিমিরে
নির্বাক আজ তারা নিবিড়ে।


বর্ষার এল ঘুম আয়তলোচনে
প্রভাত হবে যবে কাকলি- কূজনে।


কাল ছুটি হুটোপুটি  লুচি-বেগুনভাজা প্রাতরাশে
খোলা  জানালায় বসে গীতবিতান   নিয়ে পাশে।


গাইব বৃষ্টির  গান মনের হরষে
বর্ষার এই নির্যাসে।