ঐ রোদ পড়ে  এল!
দল বেঁধে তোমরা  মেলায় যেতে  চাও যাও।
আমি যাব আজ সাগরে!


সূর্যাস্তের বালুকাবেলায়
প্রাণ ভরে সাগরের ঘ্রাণ নিতে।
মৃত শামুকের খোলায় কান পেতে
আমি শুনবো আজ সমুদ্রের গান।
দেখব ঝিনুকের গায়ের অপরূপ আলপনা ধিরে অদৃশ্য হতে,
অনধকারে।


যেখানে ধোঁয়ার মত মুছে যায় পৃথিবী, সাগর পারের সীমা রেখা
ধুয়ে যায় বালির তৈরী  শিশুর মায়া খেলাঘর।
সিন্ধু সারসের মত ডানা মেলে নেমে আসে ক্লান্ত আকাশ!
আর আসে চোখ মেলে কান্না-টল্ টল্, পান্না-সবুজ নক্ষত্র!


ঝাউবনের  মাথার উপর
তবু  জেগে রয় এক টুকরো মেঘের  উচ্ছাস!
রক্ত-চোখ খুনি  কাঁকড়ারা আজ হাজার  হাজার  মাইল সমুদ্র সৈকতে নিরব পাহারায়!


আমি আজ  তোমাদের প্রাত্যহিকের নিয়ম ছেড়ে অনেক দূরে।
এক কুয়াশাময় সম্পর্কহীন মাদকতায় অলস, কথা-ভাষাহীন!


এখন রাত্রি নক্ষত্রের!
জানি তোমরা আজ মেলায়  মাতোয়ারা
আমায় নির্জনতা ডাকে
আমি আজ সাগরে।