নীল আকাশে দুধের-সর-মেঘ
ভাসছে  হেলায়!
তোমরা  বসে গুলতানি  মন
গাছের  ছায়ায়।


ছোট্ট  মেয়ে
ময়ূরপঙ্খী ঘুড়ির সুতোয়
মুঠোয় ভরে
ছুটছে  বেগে।


মায়ের উল বোনা হাত
ব্যস্ত অবিরত।
নদীর  ঢেউ গুনছে  প্রহর
ভাঙছে  অবহেলায়।


এই জীবনের পাকা ফসল
এল না ঘরে সুদ বা আসল !
অল্প  সুখের  স্বল্প  আশায়
ইচ্ছে - ডানা লম্বা মেলেও
ফিরলো না তো সন্ধ্যা জ্বেলে
পর্ণ কুটির এর এই কিনারায়!


জীবন তুমি  নানান  রঙে
তবে ভরিয়ে  দিলে কেন আজব সঙে!
কিবা হতো ক্ষয় ক্ষতি মোর
যদি মুখোশ ছাড়াই    
আসতে হেথায়?


সৃষ্টি তোমার হয়নি বুঝি বনিবনা?
নিজের সাথেই নিজে অচেনা !
তুমি আনমনা মুখ লুকিয়ে
আজও কি তাই এই দোটানা!


প্রতিদিন এই গোধূলির
সিঁদুর  রাঙা সূর্য  ডোবায়।
কেবল অলীক স্বপ্ন  দেখাও কেন:
"আবার  ভোর হবে কাল!"
এই অছিলায়!