পুজো আসছে!


চারিদিকে আজ সোনালী আলোয়!
চকিতে কোথাও বা মেঘের কালোয়
এক পশলার বৃষ্টিতে  মন হাসছে!


কাশ ফুলে তাই দোলা লাগে আজ
প্রকৃতিতে দেখো উৎসব সাজ!
কাজ ফেলে সব আনমনা আজ


আবার যে পুজো আসছে!


রোদ ঝলমল, নদী ছলছল,
মন চঞ্চল, প্রাণ উচ্ছল,
সাদা মেঘে ঐ নামে শুধু ঢল,
দুরে  ঘাস  ভূমি  যেন মখমল!


পুজো আসছে!


মনে পড়ে ঠাম্মার হাতে
চিটচিটে গুড় নারকোল নাড়ু!
ঘুড়ি আটকিয়ে থাকা গাছের মাথা,
হাওয়ায়  দোলানো  
সারি সারি দেবদারু।


মনে পুজো আসছে!


চিলেকোঠা ছাদ নিঝুম  দূপুর,
মনে চুপি তুলে সুরের নূপুর!
গল্প-মনের ইচ্ছে-ডানায়  টানা।
ইস্কুল ফেরত কুমোর পাড়ায়
ঢুঁ-মারা-মন আল্লাদে আটখানা!


পুজো আসছে!


নতুন জামা, জুতো বাটার
সাথে বেলুন মুখোশ বাড়তি পাওয়ার,
হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরা
দশ পয়সার  ট্রামে -বাসে চড়া!


পুজো আসছে!


এই হলো মানুষ-মনের সফর,
উৎসব ভরা দৃষ্টি বিভোর!
সেদিন ছিল মাতোয়ারা মনের
প্রাণ খোলা এক সহজ শহর!


পুজো আসে আজ ও বিষাদে হরষে
দিন-আনি-খাই মানুষের পাশে
জীবনের ব্যাথা সয়ে সয়ে যারা
হয়ে গেছে আজ ভাবলেশহীন!
তবু ভুলাতে দুদিন
পুজো আসে মন আলো করে
কষ্টের পৃথিবীতে যেন আসছে সুদিন!


তাই আলো ঝলমল
দোকান-বাজার- মল,
জ্বল জ্বল করে হাসছে!
কাজ ফেলে সব আনমনা আজ


আবার পুজো আসছে!




আমার  মেয়ে  অনুস্কা  কে পুজো উপহার।