জীবনের ঐ পারে  দেখা হবে তোমাদের সাথে,
হয়তো বা হবেনা কখনও আর কোনো দিন।
জীবনের স্রোতে সবাই ভেসে চলেছি যে একই দিকে!
কিন্তু কি পেলে বলতে পার এত হিসেব করে চলে!
সর্বক্ষণ প্রভাবশালী ব্যক্তিদের শুষ্ক  রসিকতায় হেসে গড়িয়ে পড়ে!


কত পুঁজি, আর কত টাকা চাই তোমাদের!
মুখের ছবি দেখেছ কি একবারও মনের আয়নায়?
সারাদিন ধরে কূটনৈতিক ভাবে কথা বলে,
কি পেলে গো? কি পেলে? বলনা তবু কি পেলে!
হাঁফ ধরে না বুঝি এই এক অভিনয়  করে যেতে যেতে!
তোমাদের মুখ যে আজ হয়ে গেছে মুখোশ!
হায়! এতোই চিরস্থায়ী ভাবো নিজেকে এই পৃথিবীতে!
ক্যালেন্ডারের আমোঘ নির্জন তারিখ মনে আছে?


তাই বুঝি আরো আরো পলিটিক্যালি কারেক্ট  থাকার সাধনায় জীবন উৎসর্গীকৃত তোমাদের!
তাই এতো মধ্যপন্থা, হাজার  অভব্যতা  দেখেও চুউপ করে থাকা!
একটু ব্যক্তিগত সুবিধা, একটু  নেক নজরে থাকা, আরো স্বাছন্দ, আরো সাম্প্রতিক পন্যের  জঞ্জালে গৃহসজ্জার  অহমিকা!
সেলারে সিভাস্ রীগ্যল্ হাসিল করে ষ্টেটাস্  এ ওঠা!


একটু বেহিসাবী হও না একদিন, স্রেফ একদিন!
তোমরা না মেধাবী, এ জীবনের ভবিষ্যত!
ব্যক্তিগত দেনাপাওনার হিসাব ছেড়ে দিয়ে বল না সাহস করে একদিন ঐ প্রভাবশালী ব্যক্তি কে:
ইংরেজী  হরফে : "এফ. ও!" হ্যাঁ  "এফ. ও!."
ধর না হাত তার, যার হয়ে লড়াই করার কেউ  নেই আর।
সিলেটিভ ভাবে প্রশংসা করা বন্ধ করো না একটু।
দেখবে ইমোশনাল ব্যাঙ্ক একাউন্ট  উপচে পড়ছে আসল দৌলতে!
সেদিনই এই সংসার হবে সুন্দর, সত্যযুগ এর সত্যিই কামব্যাক্।