কবি, তোমায় জানে তোমার দূঃখ কেবল।
তোমায়  নিবীড়  করে টানে,
আপন নীরব প্রাণে।
একলা হৃদয় শোনে তোমার কথা, বসে ঘরের কোণে।


তোমার উতল মন জেগে কোথাও কোন দেউল এ,
ভাঙা কোন সে হাটের মাঝে!
একতারার এই গুঞ্জনে, মন উদাস করা তানে।

বাউল, তোমায় জানে কেবল তোমার মনের মানুষ।
তোমার গান, তোমার বুকের আগল খোলা মন!
পদ্মায় কি গঙ্গায় মন ভাসি মন খেয়া বেয়ে,
নিরালা মনে তাই বুঝি আজ নিজের সঙ্গে কথা কয়ে!


কত জীবন রসে, বিষাদে-হরষে
কেটেছে তোমার দিনের একটি ক্ষণ।
তাই কি তুমি নির্বাসনে নিজের কাছে?
ঘরছাড়া হয়ে একলা তবু ভীড়ের মাঝে!
নিজের সাথে বুঝি তোমার হয় না দেখা সঙ্গোপনে!
তাই একলা হওয়ার নেশায় তোমায় টানে ভীতর পানে


এ সংসারে, ফকির লালন আসে কোন সে প্রেমে!
হৃদয় ছুঁয়ে চোখের কোল যে ভাসে,
মহাযোগের কোন সে মহাকাল!
মওলা মুঝে দিন দিখা দে!
গহন আঁধার পেরিয়ে যাব যে সেই,
নাও নিয়ে মন হবে তরী পার।


কবি, তোমায় জানে তোমার দূঃখ কেবল
আর কেউ না চেনে, আর কেউ না মানে।
নাই তোমার কাছে তাই প্রশ্ন কোনো।
তোমার উওর খোঁজা তো সারা জীবন,
আপন হিয়ার মাঝে হোম হুতাশন জ্বেলে।