আজ রাতে যদি এসে সেই মেঘ ছুঁয়ে যায়,
ডেকে নেয় কাছে!
ভুলিয়ে দেয় তোমায়, চোখ নামা সজল আহ্বানে।
কাশ ফুল ফেলে শিশিরের মাঠ ভেজা কুয়াশায় তবে
আবার ফিরে যাব সোনালী ধান মাঠ পেরিয়ে,
এক অজ্ঞাত অজানায়, কোনো হাতছানির ধুসর নীল নিরুদ্দেশে!


যদি উঠে দেখি সেই ছেলেবেলা জেগে আছে!
সেই মায়ার বাঁধন,ভালোবাসা, জেগে সেই অকারন সুখ!
গরান বনের মধ্যে তখন দিনের প্রথম আলোতে হয়তো ছড়িয়ে:
শুকনো ঘাসের কোল জুড়ে গত রাতের ঝরা পাতার আলপনা।
শালিক, বুলবুলি আর বেনেবউ মিলে হুটোপুটি করে
খেলা করা সেই বর্ণময় রূপকথার আলোছায়ায়।


যদি সেই তরণী আসে একা মাঝ রাতে ভেসে,
চেতনায় খুব কাছে, ঘুমের জানালার খুব পাশে!
পসরা বোঝাই জীবনের লেনদেন আর স্বপ্নের উদ্যম নিয়ে সাথে,
যখন ঢলে পড়েছে চাঁদ :
বৃদ্ধ,অবসর প্রাপ্তর নির্জন কৌতুক হাসির মত ছেয়ে।

যদি নিরুদ্দেশ ডাকে এসে কাকভোরে,
অথবা খবর কাগজ দেওয়ার ভোরবেলায়!
ব্যস্ত অফিসের সোমবার যদি যায় থমকে হঠাৎ
তারপর খোলা সিগন্যালে মন দেয়।  
এগিয়ে যায় ওরা স্টিয়ারিং হাতে ভুলে যায় সব কিছু,
শুধু মন চলে ছুটে ওদেরও,মুক্তির সে কোন নিরুদ্দেশে।