একাত্তর এ প্রায় সত্তর
এটাই হল আমার স্বাধীনতার উত্তর
তোমরাই হয়ত বোঝাতে পারো স্বাধীনতার মানে
তোমরাই পারো মৃত্যু সংখ্যা লোকাতে গোপনে।
প্রশ্ন করে আমার স্বাধীনতা
উত্তর লেখে তোমার নৃশংস যৌনতা –
যে উত্তর আমার জানা নেই,
যে উত্তরের হদিস পায় তোমার ভাই ও পিতা,
তার নাম স্বাদ-হীনতা ।
প্রশ্ন করে আমার স্বাদ-হীনতা –
খিদে-পেটে, খাবার-টেবিলে , কোন খাবার কতটা?
ফ্রিজের শীতে বরফ ঢাকবে কোন মাংস-টা?
কোন কাপড় আমায় ঢাকবে?
কোন সাবান আমায় মাখবে?
সে উত্তরের হদিস আমার জানা নেই
উত্তর খোঁজে আমার স্বাধীনতা ।।
প্রশ্ন করে আমার স্বাধীনতা
উত্তর লেখে আমার মৃত্যু-মৌনতা –
যে উত্তরের খোঁজ তোমাদের জানা নেই,
সে উত্তরের হদিস মেলে একটা কবরে
তার নাম স্বাদ-হীনতা ।
পর পর কয়েকটা  ‘সেম কস্ অফ ডেথ্’
পৃষ্ঠার একদিকে ‘বার্থ’,
অপরদিকে ‘ডেথ্’ সার্টিফিকেট
প্রশ্ন করে ‘আমাদের’ স্বাধীনতা
উত্তর খোঁজে ‘আমার’ স্বাদ-হীনতা ।।