শিখলাম পাঠশালে গিয়ে
পিতা-মাতা বড় নাকি স্বর্গের চেয়ে।
এই দুই স্থান-
নাকি নিরাপদ বড়, আর বড়ই মহান।
তবে আজকের পৃথিবীতে,
কেউ তো ছাড়ে না দেখি প্রতিশোধ নিতে।
এ কি করে হলো? কখনোও আগে,
দেখি নি এসব।বড় বিস্ময় তাই লাগে।


প্রবৃত্তির কাছে,
কবে থেকে মানবতা হার মেনে আছে;
ত্রাতাকেই বড় ভয়,
কারণ, স্বার্থের টানে সবই তো হয়;
ত্যাগহীন, ক্ষমাহীন পাপের জীবন।এই যুগে তাই,
গর্ভের শিশুরাও পায় না রেহাই।