বড় ভালো লাগে তাকে,


বুকের ভিতরে ওঠা নীল বাসনা কে


দিয়েছি প্রশ্রয় তাই;


সঙ্গীহীন অবসরে যদি তাকে চাই,


তাহলে কি হবে কিছু ভুল?


যদিও ব্যাকুল হতে ভয় পায় ফুল,


নদীর দু-কুল,


ডুবেছে যদিও আজ -


যদিও নিষ্ঠুর এক নিয়তি বিরাজ,


করে এই শিয়রের কাছে,


তবু শেষ হতে বাকি যতটুকু আছে,


তার টানে বারবার ফিরে আসে মন।


নীরবে বহন


করেছে অনেক দুঃখ বহুদিন ধরে,


বহুদিন নিয়তির প্রহারে প্রহারে


জর্জরিত এই অসহায়,


কেন তবু ভালো লাগা, কেন কবিতায়


বাণীহীন ছবি আঁকা সেই এক ভাবে-


আজ কেন তবে


কাছের মানুষগুলো একে একে সব


অচেনাই হয়ে গেল,


অচেনা অজানা আর ভীষণ নীরব।