এ কোন আগুনে জ্বলছি আমরা সবাই মিলে
নেই কোনো মিমাংশা
চারিদিকে হাহাকার খুন রক্তপাত
কোথায় বিচার কোথায় সুবিচার!
মানুষ অজস্র জন্ম ধরে জ্বলছে এই আগুনে।


এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন
ভাবতেও অবাক লাগে
তবুও চারিদিকে যেন অরাজনৈতিকতা
কারো হুঁশ নেই, যেন সব বেহুঁশের আসামী
দুয়ারে চলে আসে পালকি
সময় এসেছে খালি হাতে চলে যাওয়ার।


এ কোন আগুনে দগ্ধ কবিতা
আলোকিত পথে এখন স্টেনগান নীরবতা
যুদ্ধ নামে বুকের গভীরে কোনো প্রেম নেই
কোনো এক হিম যুগের শান্তি এখন এখানে বিনিদ্র রজনী পাতে।