বিরামহীন এ পথ চলা
চোখের ভিতর মহাযুদ্ধের আন্দোলন
হাত দিয়ে কুড়িয়ে এসেছি বিষণ্ণতার সমস্ত কথা
মানুষ এগিয়ে গেছে তাঁদের চলার পথ ধরে
আমি এগোতে পারিনি কারণ পাখিদের কথা ভেবে
আমি ফিরে এসেছি নিজের ঠিকানাতে....


চোখের শিরায় বিষাক্ত কীটের চলাচল
সময় এসে নিভিয়ে দেয় তাঁদের জীবনের প্রদীপ
আলো হয়ে যারা এসেছিল তাঁদের জীবনে
তাঁরা হারিয়ে যায় জীবন থেকে
তাঁরাও ভুলে যায় কথা দেওয়া নেওয়ার নীতিগুলো।


   ০২.০৯.২০২৩
Copyright Reserved